শ্রীপুরে মিথ্যা মামলার অভিযোগে স্বেচ্ছাসেবক ও যুবদল নেতাদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ  গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর যোগসাজশে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনের আয়োজন করেন, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা গোলাম কিবরিয়া তোহা, উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান জামান ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নেতারা অভিযোগ করেন, শ্রীপুর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেনের যোগসাজশে গাজীপুর মহানগরের গাছা থানার একটি ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে তাদের হয়রানি করা হচ্ছে।
তারা আরও বলেন, অতীতেও রাজনৈতিক মামলায় তারা কারাভোগসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। বর্তমানেও একই উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। নেতারা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email