শাহজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে দোকানে চাঁদাবাজির অভিযোগ

রাজধানী শাহজাহানপুর থানা বিএনপির এক নেতার বিরুদ্ধে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন আশরাফ নামে ওই নেতা।

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে এসব তথ্য তুলে ধরেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকনের অত্যন্ত ঘনিষ্ঠ আশরাফ বর্তমানে শাহজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক পদ প্রার্থী বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন জুলকারনাইন সায়ের।

তিনি বলেন, খিলগাঁও রেলগেট বাজারে এবং রেলওয়ের জায়গায় নির্মিত সিটি করপোরেশন থেকে ৫-১০ লাখ টাকায় দীর্ঘ মেয়াদে লিজে নেওয়া দোকান থেকে ভাড়া আদায়ের নামে চাঁদাবাজি করেছেন এবং দোকানিদের বাসায় ডেকে ভাড়ার নামে চাঁদা দাবি করছেন আশরাফ।

চাঁদা না দিলে পিটিয়ে হাড় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও উল্লেখ করেন জুলকারনাইন।

জুলকারনাইন তার পোস্টে লেখেন, “আগে আজগররা (সম্ভবত আওয়ামী লীগের নেতা) এসব করেছে এখন আজগররা জেলের ভাত খাবে, পাঁচ-দশ বছর তারা জেলের ভাত খাবে- এধরনের কথা গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তিনি নিজ মুখেই বলেন।”

এসব কর্মকাণ্ডের সিসিটিভি ও গোপন ক্যামেরার কিছু ফুটেজ ফেসবুকে প্রকাশ করেন জুলকারনাইন সায়ের।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email