অবশেষে শ্রীপুর ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারাদেশ জেলা নেতাদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মাগুরার শ্রীপুর উপজেলার চরকচুয়া মাচাভাঙ্গা গ্রামের বাসিন্দা আবাইপুর রামসুন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল। এ ঘটনার জের ধরে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ওই শিক্ষকের।

২২ এপ্রিল এ ঘটনা নিয়ে যুগান্তর অনলাইন এবং ২৩ এপ্রিল যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে দলীয় নেতাদের। তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান শেষে ২৭ এপ্রিল রোববার দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া বহিষ্কৃত নেতা ইয়াসিন আলী সোহেলের সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল সদস্য সচিব হেমায়েত আলি এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email