গঙ্গাচড়ায় শিশু আব্দুর রহমানকে হত্যা করে বালুচাপা: বিএনপি নেতা কারাগারে

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ

রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর বালুমহালে দুই শিশুকে হত্যা করে লাশ গুমের চেষ্টার মামলায় আব্দুর রশিদ নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২ নভেম্বর) পুলিশ তাকে রংপুরের আদালতে হাজির করে। শুনানি শেষে জেলা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আদালত এলাকা থেকেই পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আব্দুর রশিদ রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। সেখানে তাদের হত্যা করে বালুর নিচে লাশ গুমের চেষ্টা করা হয়।

সন্ধ্যা পর্যন্ত দুই শিশু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি আজাহারুল ইসলামকে গত শুক্রবার র‍্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email