নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার

নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার

নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার

নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় বিএনপির ৩ কর্মী গ্রেপ্তার। ছবি: চ্যানেল 24

নাটোরের সিংড়া উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. করিম, মো. আলমগীর ও মো. রুবেল। তারা সবাই বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাইস প্রামাণিক কলম বাজার এলাকায় ব্যবসায়িক কার্যক্রম শেষে বাড়ি ফেরার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বিএনপির তিন কর্মী। পরে তারা তার কাছে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। পরে মঙ্গলবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সিংড়া থানায় সোপর্দ করে সেনাবাহিনী। আজ বিকেলে গ্রেপ্তারকৃতদের নাটোর আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email