বিচারকের বাসায় হামলা, ছুরিকাঘাতে ছেলে নিহত: হামলাকারী বিএনপি নেতার ছেলে

রাজশাহীতে এক বিচারকের বাসায় দুর্বৃত্তের হামলায় বিচারকের ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। এ ঘটনায় জড়িত লিমন মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, আটক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামে। তার বাবা ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহিদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিচারকের ছোট ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান নিহত হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, দুপুরের দিকে লিমন মিয়া বিচারকের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে বিচারকের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাওসিফ মারা যায়।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email