সম্প্রতি বিএনপি ও আওয়ামীপন্থী পেজ ও প্রোফাইল থেকে ডাকসু সদস্য রায়হান উদ্দীন কে নিয়ে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে রায়হান উদ্দীন বলেছেন, “স্কুল লাইফ থেকেই আমি শিবিরের রাজনীতিতে সক্রিয়। তবে কৌশল কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছদ্মবেশ ধারণ করে তাদের আশ্রয়ে থেকেই রাজনীতিটা করেছি। সেই সময় এই কৌশল অবলম্বন করে যদি আমরা ছাত্রলীগকে নানাভাবে শিক্ষার্থীদের কাছে বিতর্কিত না করতাম, তাহলে ২৪ এর অভ্যুত্থান সফল হতো না।”
দেখুন এখানে https://www.facebook.com/share/p/1KUjRZ3zj5/
আর্কাইভ https://archive.ph/4PmlO
এখানে https://www.facebook.com/share/p/1BUGzvnPbz/
আর্কাইভ https://archive.ph/7XlnT
যাচাইয়ে দেখা যায়, ছাত্রশিবির প্যানেলের ডাকসু সদস্য রায়হান উদ্দীন এমন কোন মন্তব্য করেননি।
ডাকসু সদস্য রায়হান উদ্দীন এর ফেসবুক প্রোফাইল ভালোভাবে পর্যবেক্ষন করেও এমন কোন পোস্ট কিংবা মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
তাছাড়া গণমাধ্যমেও রায়হান উদ্দীনের এমন কোন বক্তব্য প্রকাশ হয়নি।
সুতরাং, ডাকসু সদস্য রায়হান উদ্দীনকে নিয়ে প্রচারিত ফটোকার্ডের বক্তব্যটি ভুয়া এবং বানোয়াট।
