খুলনা বিভাগীয় সমাবেশে জামায়াত আমিরের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন

সম্প্রতি বিএনপিপন্থী প্রোফাইল Md M Rashed একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায় জামায়তের আমির শফিকুর রহমান বলেছেন, “জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় তাঁদের যেতে হবে। বেলা শেষ, দিনও শেষ। সূর্যও ডুবে গেছে।”
দেখুন এখানে https://www.facebook.com/share/v/1EtizNixWd/
আর্কাইভ https://archive.ph/a5fuD
যাচাইয়ে দেখা যায়, গত ১ ডিসেম্বর পাঁচ দফা দাবিতে খুলনায় আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মূলত তিনি বলেন, “ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন।আগামী নির্বাচনে ছলে-বলে-কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই, বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন—জনগণ ভোট দিক বা না দিক ক্ষমতায় তাঁদের যেতে হবে। বেলা শেষ, দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। বাংলাদেশে এটা হবে না, এটা আমরা হতে দেব না, ইনশা আল্লাহ।”
Daily Somoyer Khobor এ পুরো বক্তব্যের লাইভ খুঁজে পাওয়া যায়। যেখানে ২১ মিনিটের পর তার মূল বক্যব্য টা খুঁজে পাওয়া যায়।
দেখুন এখানে https://www.facebook.com/share/v/1BboQczAhC/
আর্কাইভ https://archive.ph/hldyN
কি-ওয়ার্ড সার্চ করলে প্রথম আলোর “ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন: জামায়াত আমির” শিরোনামে একটি প্রতিবেদন( https://www.prothomalo.com/bangladesh/district/uregaxt4h8 ) পাওয়া যায়।যেখানে মূল বক্তব্য খুঁজে পাওয়া যায়।
Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email