৬৪৭ কোটি টাকার ব্যাংক কেলেঙ্কারি: বিএনপি নেতাসহ ৩১ জন আসামি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত কুমিল্লা-৮ (বরুড়া) আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকার বিশাল ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখা থেকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে আত্মসাতের অভিযোগে এই মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক আফরোজা হক খান অভিযোগপত্র তৈরির অনুমোদন দিয়েছেন। শিগগিরই সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করা হবে বলে জানিয়েছে কমিশন।

অভিযোগ অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় “মানহা প্রিকাস্ট টেকনোলজি লিমিটেড” নামে একটি কাগুজে বা অস্তিত্বহীন প্রতিষ্ঠান তৈরি করা হয়। পরে ওই প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র ব্যবহার করে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নেওয়া হয়।

তদন্তে দেখা গেছে, ঋণ অনুমোদনের সময় ঘটনাস্থলে কোনো বাস্তব ব্যবসায়িক কার্যক্রম চলমান ছিল না।

দুদক জানায়, উত্তোলিত অর্থ মূল ব্যবসায়িক কাজে ব্যবহার না করে অন্যান্য প্রতিষ্ঠানের দায় পরিশোধ ও পে-অর্ডারের মাধ্যমে বিভিন্ন জায়গায় স্থানান্তর করা হয়েছে। এতে করে ব্যাংকের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।

এদিকে মামলায় জাকারিয়া তাহের সুমনের নাম উল্লেখ থাকলেও অভিযোগ দায়ের প্রক্রিয়ায় তার ভূমিকা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, সাবেক পরিচালক মনোয়ারা সিকদার ও তার পরিবারের সদস্যরা, সাবেক সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকসহ ব্যাংক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের একাধিক শীর্ষ কর্মকর্তা।

এছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক মো. মনসুর আলী, সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের নামও মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

দুদক জানিয়েছে, জাল কাগজপত্রের মাধ্যমে সংঘটিত এই ঋণ জালিয়াতি ব্যাংকিং খাতের জন্য মারাত্মক হুমকি। তদন্ত এখনো চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কমিশন কঠোর পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জাকারিয়া তাহের সুমন। চলতি বছরের মাঝামাঝিতে পরিচালনা পর্ষদের ৫০৫ তম সভায় ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি গঠিত হয়।

এছাড়া তিনি টিএস হোল্ডিংস, পূর্বাচল ড্রিলার্স এবং টিএস প্যাকেজিং-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আরমানা লিমিটেড, আরমানা অ্যাপারেলস, আরমানা ফ্যাশন, আরম্যাক লজিস্টিকস, ডেনিম্যাক লিমিটেড, ডেনিম্যাক ওয়াশিং, জিতা অ্যাপারেলস এবং জিন্স কালচার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email