রাজশাহীতে ৮০ পিস ইয়াবাসহ শাকিবুল হাসান ওরফে লিটন (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার বরইকুড়ি এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিটন মোহনপুর উপজেলার বিলপাড়া গ্রামের বাসিন্দা মৃত মনিরুল ইসলাম মন্টুর ছেলে।

মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ইয়ামিন আলী বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি বসেছিলেন। তাদের পাশেই রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন লিটন। সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে শাকিবুল হাসান লিটন তার নিজস্ব ফেসবুক আইডিতে পরিচয় হিসেবে ‘সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহনপুর উপজেলা ছাত্রদল’ উল্লেখ করেছেন।  মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সাংগঠনিক পদবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঢাকায় আছি। একজন ছাত্রদল কর্মী আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। আমি এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না।

মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এসআই ইয়ামিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে লিটনকে আদালতে হাজির করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email