স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করায় ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা

জাহিদ হাসান মুকুট

ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিষ্টি বিতরণ করার সময় জাহিদ হাসান মুকুট (৩০) নামের এক ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার হাত-পা ভেঙে যাচ্ছে বলে দাবি করেছেন স্বজনরা।

বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা ঘোষণার পর মিষ্টি বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান মুকুট গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা যুবদলের সভাপতি প্রার্থী।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সর্মথক ও পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন মেম্বারের নেতৃত্বে যুবদল নেতা মুকুটকে হাতুড়িপেটা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনে আপিলে ময়মনসিংহ-১০ গফরগাঁও বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণার পর তার সমর্থকরা উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করছিলেন। জাহিদ হাসান মুকুটের নেতৃত্বে মুশফিকুর রহমানের একদল সমর্থক বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ের আশপাশের এলাকায় মিষ্টি বিতরণের সময় সুজন মেম্বারের নেতৃত্বে একদল সশস্ত্র লোক হামলা চালায়।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর সমর্থকরা হাতুড়িপেটা করে যুবদল নেতা জাহিদ হাসান মুকুটের বাঁ পা ও বাঁ হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নম্বরে একাধিবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email