কুড়িগ্রামের রৌমারীতে ঘুস লেনদেন নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও যুবদল নেতা আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মারামারির বিষয়ে একটি ভিডিও যুগান্তর প্রতিবেদকের হাতে এসেছে।
আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং আবু হাসনাত মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাক বলেন, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দিবেন বলে জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান জানান, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই বিএনপি নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী থানার এসআই শাহনেওয়াজ বলেন, মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, ঘটনার বিষয় শুনেছি। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
