নাটোরে জেলা যুবদলের সহ-সভাপতি কবির হোসেন কাঙ্গালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, আটক কবির হোসেন কাঙ্গালের বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাবু হত্যা ও চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কবির হোসেন কাঙ্গালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নেতার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে ঠিক কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।
