সালথায় শতাধিক কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন আ.লীগ নেতা

লিখিত বক্তব্য পাঠ করছেন মজিবুর রহমান

ফরিদপুরের সালথা উপজেলায় দলীয় পদ থেকে পদত্যাগ করে শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক প্রভাবশালী নেতা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গট্টি ইউনিয়নের ঠেনঠেনিয়া বাজারে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

পদত্যাগকারী ও যোগদানকারী নেতার নাম মজিবুর রহমান। তিনি সালথা উপজেলার গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমান বলেন, ‘আমি আজ থেকে আওয়ামী লীগের সব পদ ও কার্যক্রম থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিচ্ছি এবং ভবিষ্যতে দলটির কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকব না।

বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথচলা শুরু করেছে জানিয়ে মজিবুর রহমান বলেন, অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন চাপ ও প্রতিকূল পরিস্থিতির কারণে আওয়ামী লীগে যোগ দিতে বাধ্য হই। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবারও বিএনপির আদর্শে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।
যে কারণে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলটির হয়ে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলাম।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমানের সঙ্গে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন বলে জানানো হয়। এতে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সোবহান মোল্লা, বিএনপি নেতা পাভেল রায়হান, গট্টি ইউনিয়ন কৃষক দলের সভাপতি তৌহিদ খান, বিএনপি নেতা ওহাব খান, সেকেন মোল্লা, রোকন মাতুব্বর, সাইফুল খানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মজিবুর রহমানের এই যোগদান গট্টি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলন ও সংগ্রামে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email