সৎ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

খুলনা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে তার সৎ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তার সৎ ভাইয়ের স্ত্রী গত ১৯ ফেব্রুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ অভিযোগ দায়ের করেন। মিস পিটিশন নং-২৫/২৫। আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। পরবর্তী তদন্ত শেষে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে খুলনার হাজী ইসমাইল লিংক রোড এলাকায় বাদীর স্বামীর বাসার শয়নকক্ষে এ ঘটনা ঘটে। বাদী গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় অভিযুক্ত বিএনপি নেতা মনি আগে থেকেই দরজার আড়ালে লুকিয়ে ছিলেন। তিনি হঠাৎ করে বাদীকে জাপটে ধরে খাটের ওপর ফেলে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন।

অভিযোগে আরও বলা হয়, বিএনপি নেতা মনি বাদীকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে বাদী তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বাদীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে মারধর করেন। এতে বাদীর শরীরে থেঁতলে যাওয়া দাগ ও গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।

পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত মনি বাদীর স্বামী ও দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যান। এরপর বাদীকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন বলেন, আদালতের নির্দেশনায় মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email