স্টাফ রিপোর্টার: নারীকে অমানুষিকভাবে নির্যাতন করে জামাইয়ের বাড়িতে লুকিয়ে থেকেও পার পেলেন না ইউনিয়ন বিএনপি নেতা শাহিনুর রহমান রানু। অবশেষে সহযোগীসহ পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। বগুড়া সদর থানার পুলিশ কাহালু উপজেলার বাগুইল গ্রামে অভিযান চালিয়ে সহযোগী সহ তাকে গ্রেফতার করেছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসিরের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু জাফর মো. সালেহসহ পুলিশের একটি টিম সোমবার সকালে কাহালু উপজেলার বাগুইল গ্রামে তার জামাই সুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। নারী নির্যাতনের ঘটনায় প্রধান আসামি হওয়ায় জামাইয়ের বাড়িতে তিনি লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার শাহিনুর রহমান রানু ৫৫, সদরের হাজরাদিঘী বলিয়াপাড়ার তোজাম্মেল হোসেন শাহ এর ছেলে এবং নুনগোলা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি। এছাড়া গ্রেপ্তার অপরজন হল তার ভাই কামিনুর রহমান শাহ ৩৫। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
