বগুড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকে বহিষ্কার

বগুড়ার শেরপুর থানায় বিএনপি নেতা লিটন আজমের (৪০) বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছেন এক নারী। শনিবার (২৩ আগস্ট) ওই নারী বাদী হয়ে অভিযোগটি দেন। অভিযুক্তের ভাষ্য, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

রবিবার (২৪ আগস্ট) লিটনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। শেরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

অভিযুক্ত লিটন শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email