চাঁদা না পেয়ে ঠিকাদারকে পিটিয়ে আহত, ছাত্রদল-যুবদলের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে পেটানোর অভিযোগে স্থানীয় যুবদল ও ছাত্রদলের ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার রাতে আগৈলঝাড়া থানায় মামলাটি করেন ভুক্তভোগী ঠিকাদার।

মামলার বাদী ঠিকাদারের নাম আতাহার সরদার। তিনি একই উপজেলার রত্নপুর ইউনিয়নের বাসিন্দা।

অন্যদিকে অভিযুক্ত উল্লেখযোগ্য নেতা-কর্মীরা হলেন রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার, ছাত্রদলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ও তাঁদের সহযোগী ফরিদ হাওলাদার, মিঠু হাওলাদার, আরাফাত হাওলাদার, আবু সাঈদ প্রমুখ।

মামলার এজাহারে আতাহার উল্লেখ করেন, সম্প্রতি রত্নপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডে আওতাধীন একটি সড়কের নির্মাণকাজের দায়িত্ব পান তিনি। গত ৫ আগস্টের পর সেখানে কাজ করতে গেলে একই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার ও ছাত্রদলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে তাঁদের সহযোগী ফরিদ হাওলাদার, মিঠু হাওলাদার, আরাফাত হাওলাদার, আবু সাঈদসহ ২০ থেকে ২২ জন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি (আতাহার) চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে বিভিন্ন হুমকি দেন তাঁরা। ১৮ সেপ্টেম্বর সকালে নির্মাণশ্রমিকদের কাজ বুঝিয়ে দেওয়ার সময় আসামিরা পুনরায় চাঁদা দাবি করেন। আবারও চাঁদা দিতে অস্বীকার করায় তাঁরা রড, জিআই পাইপ, বাঁশের লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আতাহারের ওপর হামলা চালান। এ সময় তাঁর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এজাহারে আরও বলা হয়, প্রভাবশালী রাজনৈতিক দলটি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলের পদ ও নাম ব্যবহার করে ৫ আগস্টের পর রত্নপুর এলাকায় ত্রাস সৃষ্টি করছেন। মিস্ত্রিপাড়া পানের হাট থেকে চাঁদা তোলা, জমি দখল, দোকানপাট বন্ধ করে চাঁদা নিয়ে খুলে দেওয়াসহ মানুষকে হয়রানি করছেন। প্রাণের ভয়ে তাঁরা প্রতিবাদ করতে সাহস পান না।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইল। তিনি বলেন, ‘চাঁদা দাবির অভিযোগটি সঠিক নয়। নির্মাণকাজ ফেলে রাখা ও কাজের গুণগত মান নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।’
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ। তিনি বলেন, চাঁদা দাবির ঘটনায় ঠিকাদার আতাহার সরদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে চাঁদার দাবিতে এক জমি ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতন করার ঘটনায় উপজেলা ছাত্রদলের সভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email