পটুয়াখালীতে বিএনপির ২ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে এক নারীর কাছে বিএনপির দুই স্থানীয় নেতা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শুক্রবার দুমকি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাকিয়া বেগম নামের ওই নারী। তবে বিষয়টি গতকাল সোমবার জানাজানি হয়েছে।

অভিযোগকারী জাকিয়া বেগম উপজেলার জলিশা এলাকার বাসিন্দা। অন্যদিকে অভিযুক্ত দুই নেতা হলেন দুমকি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হাওলাদার ও স্বেচ্ছাসেবক দলের সদস্য জি এম অলিউর রহমান।

জাকিয়া জানান, দুমকি থানাসংলগ্ন এলাকায় তাঁর কয়েকটি দোকান আছে। ওই জমির দখল নিয়ে আদালতে একটি মামলা চলছে। এটি নিয়ে গত ৫ আগস্টের পর তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদলের নেতা জাকির ও তাঁর লোকজন। এসব টাকা বুঝে নিতে কয়েক দফা তাগাদার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। এরপর জাকিরের পক্ষে তাঁকে ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন স্বেচ্ছাসেবক দলের সদস্য অলিউর রহমান।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন অলিউর রহমান। তিনি জানান, ‘এ রকম কিছুই হয়নি। সে আমার স্বজন, তাঁর কাছে কেন টাকা চাব? টাকা চাওয়ার অডিও ক্লিপ কীভাবে হলো, তা বুঝতে পারলাম না।’ এদিকে দুমকি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হাওলাদার বলেন, ‘আমার ভগ্নিপতি শাহ আলম সম্প্রতি ওই জমিগুলোর ব্যাপারে আদালত থেকে রায় পাইছে, তার কাগজপত্রও আছে। চাঁদা নয়, যারা রায় পাইছে, তাদের দোকান ভাড়া দিতে বলেছি।’
এ–সংক্রান্ত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email