চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের ওপর  ছাত্রদলের হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এতে বিপুলসংখ্যক ছাত্র- জনতা উপস্থিত ছিলেন। গতকাল বিকালে ষোলশহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দুই নম্বর গেট ঘুরে আবার ষোলশহরে গিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাদের অন্তত ৮ জন আহত হয়েছেন। সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় যারা জড়িত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। এজন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। গত বুধবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তালিকা প্রকাশ করা হয়। সেটিকে কেন্দ্র করে ঝামেলা করে ছাত্রদল। বহিরাগতদের নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা। এ সময় তারা হোস্টেলের জানালা-দরজা ভাঙচুর ও শিক্ষার্থীদের মারধর করে। এতে অন্তত ৮ আহত হন।
এদিকে বৃহস্পতিবারের সংঘাতের ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সংঘাতের জন্য ছাত্র শিবিরকে দায়ী করেন। তাদের দাবি, শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাস দখলে রাখার চেষ্টা করছে।

 

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email