ভোলার চরফ্যাশন উপজেলায় গরু চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার আছলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আলী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন। গতকাল শুক্রবার গরুর মালিক মো. ইয়াছিনের দায়েরকৃত মামলায় আটক জাকির, মো. আলী ও ইসমাইলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চোরাই গরুসহ অভিযুক্তদের আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিকদার হুমায়ুন কবির ও সদস্যসচিব মো. কামরুজ্জামান শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আছলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আলী ও যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। ৩০ জানুয়ারি থেকে এদের সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। এদের কৃতকর্মের কোনো দায়ভার সংগঠন বহন করবে না।
