মাদকসংশ্লিষ্টার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ সাংবাদিকদের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ ডিসেম্বর রাতে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর এলাকায় হেরোইনসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন ছাত্রদল নেতা ফরিদ আলম।
শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ সাংবাদিকদের জানান, ‘ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করার অপরাধে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক থেকে অব্যাহতি দিয়েছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। কোনো নেশাখোরদের জায়গা ছাত্রদলে হবে না।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর রাতে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল।
সে সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলমসহ ৪ জনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের দেহ তল্লাশি করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
