বৃহস্পতিবার বিকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয়।
রামু থানা অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানান, মুবিনুর রহমান রুবেল সম্প্রতি যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের হোতা শাহীনুর রহমান শাহীনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। তাদের চক্রটি সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। শাহীনুর রহমান গ্রেফতার হওয়ার পর আত্মগোপনে চলে যান রুবেল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
