মাদক সেবনে আটক ছাত্রদল নেতা বহিষ্কার

মাদক সেবনরত অবস্থায় সেনাবাহিনীর হাতে আটক নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী।

দলীয় ও নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলা শহরের নতুন জেলখানা রোড এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে ছাত্রদলের ওই নেতাসহ সাত যুবক মাদক সেবন করছিলেন। এ সময় সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে আদালতে ওই যুবকরা নিজেদের দোষ স্বীকার করেন। পরে বিচারক প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী কালবেলাকে জানান, মশিউর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তাকে নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কাজে লিপ্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার চাঁদা দাবি করে না পেয়ে ব্যবসায়ীর মালপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিলকী ঝুনুকেও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email