লক্ষ্মীপুরে জেলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভির মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
কয়েকদিন ধরে ফেসবুকের বিভিন্ন পেইজে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, কলেজ ছাত্রদলের নেতা অভি প্রকাশ্য সাবেক এক যুবলীগ নেতার সঙ্গে রুমে বসে মাদক সেবন করছেন। পাশের এক নারীর কণ্ঠ শোনা যাচ্ছে। পাশাপাশি তারা ইয়াবা ও গাজা সেবন করতে দেখা যায়। এক পর্যায়ে মাদক গ্রহণ শেষে তাকে উলঙ্গ অস্থায় পড়ে থাকতেও দেখা যায়।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট আমলে পুরো সময় জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপুর সঙ্গে সখ্যতা ছিল তার। টিপুর সঙ্গে সখ্যতায় ইয়াবায় ব্যবসার সঙ্গে জড়িয়ে যান তিনি। এছাড়া সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতেনও তিনি।
স্থানীয় ছাত্রদল নেতাদের দাবি, এ ধরনের মাদক সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাত্রদলের জন্য হুমকি। তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ হুমকি মুখে পড়বে।
এজন্য কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদল নেতাদের দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
