পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পলাশের মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যার পর প্রকাশিত ৪ মিনিট ২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে বসে পলাশ ইয়াবা সেবন করছেন।
ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা কোনো ব্যক্তি গোপনে এই ভিডিও ধারণ করেছেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে।
ভিডিওটি প্রকাশের পর পুরো জেলায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
এ ঘটনায় পটুয়াখালী জেলা যুবদলও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। সংগঠনের শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের সঙ্গে পরামর্শ শুরু করেছে জেলা যুবদলের নেতারা।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, ‘যুবদলে কোনো মাদকসেবী কিংবা সন্ত্রাসীর জায়গা নেই।
আমি ভিডিওটি দেখেছি এবং বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে অভিযুক্ত সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান পলাশ বলেন, ‘পুরোটাই ষড়যন্ত্র ওই ভিডিও আমার না।’
