চট্টগ্রামের পটিয়ায় মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ পটিয়া পৌরসভা যুবদলের সদস্য মো. আকবরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড চৌধুরী বাড়ির মৃত আব্দুস সোবাহানের ছেলে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি করে ৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পটিয়া থানার এসআই নয়ন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সেনাবাহিনীর এ বিশেষ অভিযান পটিয়া এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।
