গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে কামালের পাড়া ইউনিয়ন যুবদল নেতা মাদক ব্যাবসায়ী সাইফুল ইসলাম(৩৮) কে বিপুল পরিমান মাদক সহ পুলিশ গ্রেফতার করছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করে যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
