রাজনগরে জমির দখল নিয়ে বিএনপি’র দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০

মৌলভীবাজারের রাজনগরে সরকারি জমির দখল নিয়ে বিএনপি’র দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত মনফর মিয়া (৫৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ও দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটানটি ঘটে সোমবার রাতে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজারে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পেটুগাঁও গ্রামের আব্দুল করিম মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৭) ও ওই ইউনিয়নের বিএনপি সভাপতি আব্দুল মুকিত মুকিলের ভাই উকিল আলীর সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান জুবেল আহমদ রাসেলের নেতৃত্বে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা উদ্যোগ নেন। এ নিয়ে বেশ কয়েকবার সালিশি বৈঠকও হয়। একপর্যায়ে বিষয়টি সমাধানের দিকে গেলে রাসেল মিয়ার মা বিষয়টি মেনে নিতে পারেননি। এ নিয়ে দুর্গাপূজার শেষ দিনে রাসেল মিয়াকে উকিল আলী, দুলাল মিয়া ও হেলাল মিয়ার নেতৃত্বে মারধর করা হয়। এ নিয়ে রাসেল মিয়া থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনার পর থেকে রাসেল উকিল আলী ও তার লোকজন বাজারে আসা বন্ধ করে দেন। সোমবার সন্ধ্যায় উকিল আলী ও তার লোকজন স্থানীয় আজাদের বাজারে আসেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। রাসেল মিয়ার পক্ষে পাঁচগাঁও যুবদলের আহ্বায়ক আব্দুল হাই গেদাই ও উকিল আলীর পক্ষে তার ভাই পাঁচগাঁও বিএনপি সভাপতি আব্দুল মুকিত মুকিলের লোকজন জড়ো হন। উভয়পক্ষ আজাদের বাজারে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মানুষজন আতঙ্কিত ও বাজারে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। উভয়পক্ষের ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন অন্তত ১০ জন। গুরুতর আহত মনফর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আবস্থা আশঙ্কাজনক। বাকিদের রাজনগর ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পাঁচগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল বলেন, উভয়পক্ষ বাজারে বিশৃঙ্খলা করায় বাজারটাই নষ্ট হচ্ছে। তারা সালিশও মানতে চায় না। এ ব্যাপারে রাজনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email