কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং থেকে তাজ উদ্দিন (৩৫) নামে এক যুবককে ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে উখিয়া থানা পুলিশ। রবিবার (৮ আগস্ট) বিকেলে কুতুপালং কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক তাজ উদ্দিন উখিয়ার মরিচ্যাপালং এলাকার মৃত চেহের আলীর ছেলে এবং উত্তর হলদিয়াপালং ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ তার আটকের বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের দেওয়া তথ্য মতে, স্থানীয় বাজারে তার একটি তোষক বিক্রির দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এ ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবা বিক্রি করে এসেছে, সেটা আজ প্রমাণ হয়েছে।
উখিয়া থানা ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উখিয়ার কুতুপালংয়ের কচুবনিয়া রাস্তার মাথা এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ তাজ উদ্দিনকে আটক করা হয়। ইয়াবাগুলো এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণ করে তিনি কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন বলে জানা যায়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, তাজ উদ্দিন হলদিয়া পালং উত্তর শাখা যুবদলের আহ্বায়ক ছিল। মাদকসহ আটকের খবর জানার পর তাকে সংগঠনের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে বলে জেলা যুবদল নেতৃবৃন্দরা আমাকে জানিয়েছেন।
