ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা কারাগারে

নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী যুবদল সভাপতি শামসুল আরেফিন বাহাদুরকে (৩১) কারাগারে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। এর আগে পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শামসুল আরেফিন বাহাদুর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং একই ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের আসলাম মুন্সির বাড়ির মৃত আব্দুল আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক।

মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বাহাদুর ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি। সে ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শামসুল আরেফিন বাহাদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email