মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কর্মীকে পুলিশে দিলো বিএনপি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে জড়িত থাকায় জীবন হোসেন নামে এক কর্মীকে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। রোববার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জীবন হোসেন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

জানা গেছে, সম্প্রতি ইয়াবা কেনা-বেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন জীবন। সেই অডিও বিএনপির নেতাকর্মীদের কাছে এলে তারা বিষয়টি যাচাই-বাছাই করেন। পরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পেলে তাকে রোববার কালীগঞ্জ থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবন হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রোববার তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, জীবন নামে একটা ছেলেকে থানায় নিয়ে এসেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email