কোটালীপাড়ায় ছাত্রদল নেতাসহ ২ মাদক বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা এক ছাত্রদল নেতাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার টুটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান।

আটকরা হলেন-কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের ১৮ বছর বয়সী মোশারফ হোসেন হাওলাদারের ছেলে রিফাত জামান হাওলাদার ও কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে ১৯ বছর বয়সী নাদিম মাহমুদ।

এর মধ্যে রিফাত জামান হাওলাদার কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন মানুষের কাছে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুইশ টাকা করে জরিমানা এবং তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার মাসুম বিল্লাহ বলেন, “কোটালীপাড়া উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ নিয়মিতভাবে মাদক নির্মূলে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

ছাত্রদল নেতা রিফাত হাওলাদার আটকের বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আবির হাওলাদার বলেন, “রিফাত উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ঠিক আছে। তবে সে নিষ্ক্রিয় সদস্য।

“অনেকদিন ধরে তিনি আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত।”

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email