মাদক কারবার ও জুয়ার সঙ্গে জড়ির থাকার অভিযোগে নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতা উজ্জ্বল শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামালের নেতৃত্বে এলাকার লোকজন ও তার সমর্থকরা এ মানববন্ধনে অংশ নেয়। মিছিল নিয়ে তারা পুরো বাজার প্রদক্ষিণ করেন।
অভিযুক্ত উজ্জ্বল শেখ উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
মোস্তফা কামাল ও তার সমর্থকরা বলেন, উজ্জ্বল শেখ নৈহাটি বাজার ও গ্রামবাসীকে নিয়ে ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছেন। মাদক ও জুয়ার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে উজ্জ্বল শেখকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
