এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় বিএনপি নেতা কারাগারে

এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া রিপন (৪২) এবং তার সহযোগী চান মিয়াকে (৪৩) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্র্যাকের ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা রিপনের কাছে বিচার চান। রিপন সহযোগী চান মিয়ার বাড়িতে আশ্রয়ের পরামর্শ দেন। পরে ওই বাড়িতে থেকে তিনি রিপন ও চান মিয়ার ধর্ষণচেষ্টার শিকার হন বলে অভিযোগ করেন।

ওই নারী গত ১১ সেপ্টেম্বর আদিতমারী থানায় মামলা করেন। এরপর আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। বুধবার স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ লিমন বলেন, ‘আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করব।’

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email