বিএনপি নেতার বিরুদ্ধে গভীর রাতে কালোবাজারে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চাল অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেন। এ সময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত পালিয়ে যায়।

অভিযুক্ত ব্যক্তির নাম আরিফ আল হাজারী। তিনি চরআলগী ভাটিপাড়া মাষ্টারবাড়ি গ্রামের বাসিন্দা এবং চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। একই সঙ্গে তিনি ওই ইউনিয়নের ওএমএস কর্মসূচির নিয়োগপ্রাপ্ত ডিলার।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, ডিলার আরিফ ওএমএস কর্মসূচির চাল রাত ১২টার দিকে বিক্রি করে দেওয়ার পর সেগুলো তিনটি অটোরিকশায় করে সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা উপজেলার নিধিয়ারচর গাইনপাড়া মাদ্রাসা মার্কেট এলাকায় ধাওয়া দেন। এ সময় দুটি অটোরিকশা চালসহ পালিয়ে গেলেও একটি রিকশা জব্দ করা হয়, যাতে ৯ বস্তা চাল পাওয়া যায়। এসব চাল নিয়ে যাচ্ছিলেন এক ক্রেতা। পরে চাল জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পুলিশকে খবর দেওয়া হয়। রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে জব্দকৃত চাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় নিধিয়ারচর ভাটিপাড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৬৭) ও নজরুল ইসলাম (৫১) বলেন, “এই আরিফ ডিলার এর আগেও বহুবার চাল রাতের আঁধারে বিক্রি করেছে। এবার তার বিক্রিকৃত চাল জনগণের হাতে ধরা পড়েছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ডিলার আরিফ আল হাজারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়েছেন গফরগাঁও থানার এসআই কবির ও এএসআই মামুন।

তিনি বলেন, “ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত চালসহ রিকশা থানায় নিয়ে আসা হয়েছে।”

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ফারুক বলেন, “তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিল করা হবে।”

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া জনকণ্ঠকে বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email