কিশোরগঞ্জ-৫ আসনে ইকবালকে প্রার্থী করার দাবিতে ট্রেন আটকে বিএনপি নেতাকর্মীর বিক্ষোভ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে দলের প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ মিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। সেটি সরারচর বাজার ঘুরে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় বিক্ষুব্ধ সমর্থকরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি কিছু সময়ের জন্য আটকে দেয়। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। প্রায় ১০ মিনিট ট্রেনটি থেমে ছিল বলে জানা গেছে।

রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ‘বাজিতপুর-নিকলীর মানুষের হৃদয়ের স্পন্দন শেখ মজিবুর রহমান ইকবাল। বিএনপি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো—এই আসন যেন ছিনতাই না হয়, যেন মর্যাদা না হারায়। আমরা চাই শেখ মজিবুর রহমান ইকবালকেই ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাচ্ছি—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। যতদিন পর্যন্ত তা না হবে, আমরা রাজপথে থাকবো। বাজিতপুর-নিকলীর মানুষ বিএনপির প্রার্থী হিসেবে ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।’

কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী। এ বিষয়ে জানতে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email