ছাত্রদল নেতার বালুর ড্রেজারে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ভুক্তভোগী ছাত্রদল নেতা ও অভিযুক্ত বিএনপি নেতা

গাজীপুরের টঙ্গীতে বালুর ড্রেজার ব্যবসায়ী মো. লুৎফর রহমান রাজু (২৯) ওপর স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর বড় দেওড়া এলাকার বাসিন্দা লুৎফর রহমান রাজু, যিনি টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য। দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে জড়িত তিনি। সম্প্রতি একই এলাকার মো. জাহাঙ্গীর (৫২), মো. মনির হোসেন (৪০), মো. আব্বাস (৪৫)সহ আরও ১০–১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজুর ড্রেজার ঘাটে হামলা চালায়, ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ব্যবসায়ীর উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

অভিযোগে রাজু আরও জানান, বিবাদীরা আমাকে হুমকি দিয়েছে— চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দেবে না। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাহাঙ্গীর টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমি এ বিষয়ে কিছুই জানি না। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বেকায়দায় ফেলতে দীর্ঘদিন ধরে এ ধরনের মিথ্যা অভিযোগ করে আসছে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি এসআই মনোহরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email