বিজয় দিবসের র‌্যালিতে ছাত্রদলের ২ গ্রুপের পাল্টাপাল্টি হামলায় আহত ৩

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের র‌্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ও পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয়। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে মু. মনির হোসেন সমর্থিত উপজেলা ছাত্রদল র‌্যালি বের করে। একইভাবে ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার সমর্থিত পৌর ছাত্রদলের একাংশ পৃথক র‌্যালি বের করে। বাউফল সরকারি কলেজের সামনে এসে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সদস্য সচিব মিজানুর রহমানকে মু. মুনির সমর্থকরা পিটিয়ে আহত করে। পরে মিজানুর রহমানকে নিয়ে পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন হাসপাতালে পৌঁছালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক  রাকিবের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল মিজানের ওপর পুনরায় হামলা চালায়। এসময় আমির হোসেনও আহত হন।

এতে ইঞ্জিনিয়ার ফারুক আহম্মেদ তালুকদার সমর্থিত বিএনপি কর্মী হৃদয় আহত হন। হৃদয়কে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email