মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে একটি ওয়ানশুটার পিস্তলসহ গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে গাংনী ক্যাম্পের সেনাসদস্যরা পশ্চিম মালসাদহ এলাকায় মনিরুজ্জামানের বাড়ির ছাদ থেকে অস্ত্রটি উদ্ধার করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মনিরুজ্জামানকে আটক করে পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইস্রাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে অস্ত্র মামলাপূর্বক মনিরুজ্জামানকে মেহেরপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email