বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

এ সম্পর্কে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম জানান, আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছিলাম। তখন মান্নানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন। এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email