টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাকে বিএনপি প্রার্থী – আপনার পিঠের চামড়া থাকবে না একেবারে খাইয়ে দেব

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খালেক মণ্ডলকে মারধরের হুমকি এবং আপত্তিকর ভাষায় কথা বলার অভিযোগ উঠেছে। তবে আহমেদ আযম খান বলেছেন, ওই অডিও এডিট করে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে হুমকির প্রতিবাদে আযম খানের বিচার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে রোববার জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। এতে সংহতি জানান কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, খালেক মণ্ডলকে হুমকি দেওয়া মানে আমাকে এবং দেশের সব মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া। খালেক মণ্ডলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। খালেক মণ্ডল বলেন, বুধবার বেলা ৩টা ৩৫ মিনিটে আহমেদ আযম খান আমাকে ফোন করে গালাগাল করেন। পিঠের চামড়া থাকবে না বলে হুমকি দেন। তিনি আমার সঙ্গে যেভাবে কথা বলেছেন, তার হুবহু রেকর্ডের অডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ওই অডিওতে আহমেদ আযম খান বলেন, আপনি আমার নির্বাচনি এলাকায় কমিটি করবেন আর আমাকে জিজ্ঞেস করবেন না? আপনার বাড়ি কোথায়? আপনার সিএস আরএস কী। আপনি আমার নির্বাচন ক্ষতিগ্রস্ত করবেন, এটা করতে দেওয়া হবে না। খামোশ। আপনার পিঠের চামড়া থাকবে না। কীভাবে আপনি বাসাইল আসেন, দেখব। ফাজিলের বাচ্চা। তিনি আরও বলেন, আপনি মুক্তিযোদ্ধার সভাপতি হয়ে দুর্নীতি করছেন। টাকার লোভে পাইছে। আপনাকে খাইয়ে দেব, একেবারে খাইয়ে দেব। হুমকি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, খালেক মণ্ডল সাহেব বিএনপির প্রতিপক্ষ কাদের সিদ্দিকীর অনুগতদের নিয়ে বাসাইল-সখীপুরে ১৬টি কমিটি দিয়েছেন। এ বিষয়টি আমি তাকে জিজ্ঞেস করেছি। আমি তাকে কোনো হুমকি দেইনি। তিনি এআই দিয়ে অডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email