যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার ভাইয়ের গুদাম থেকে মজুদ করা ২ হাজার বস্তা সার জব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মজুত করা দুই হাজারের বেশি বস্তা সার জব্দ করেছে প্রশাসন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে ‘মেসার্স শিখা মনি ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হলে প্রথমে মালিকপক্ষ সার মজুদের বিষয়টি অস্বীকার করে। পরে সেনা সদস্যরা তালা ভেঙে দুটি পৃথক গোডাউনে প্রবেশ করলে মজুতের প্রমাণ মেলে। উদ্ধার করা হয় ২৬৮ বস্তা ইউরিয়া, ১ হাজার ৩৬৩ বস্তা এমওপি, ১০০ বস্তা টিএসপি ও ৪২০ বস্তা ভ্যাব সার। এগুলো লক্ষীরহাট ও পার্শ্ববর্তী এলাকার তিনটি গোডাউনে লুকিয়ে রাখা হয়েছিল। জব্দ সারের বাজারমূল্য প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক সহিদুল ইসলাম বাবুলকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ধারা ১২ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে জব্দ সার সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং সেই বিক্রয়লব্ধ অর্থ মালিককে ফেরত দেওয়ার আদেশ দেন। এছাড়া অভিযুক্তের নিজস্ব জমিতে ব্যবহারের জন্য ২৪০ বস্তা সার ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email