বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধর্ষণচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর বাইশটেকি গ্রামে আজিমউদ্দিন নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে মধ্য বয়সি এক ভিক্ষুককে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

বিগত চারদিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা এ ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা চালায়। ভুক্তভোগী ওই ভিক্ষুক সর্বশেষ গত শনিবার রাতে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে সে আত্মগোপনে রয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে ভুক্তভোগী ওই ভিক্ষুক উল্লেখ করেন, তিনি একজন শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধি। তার স্বামী জালাল উদ্দিন ৬ মাস আগে মারা যান। তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করিয়া জীবিকা নির্বাহ করে আসছিলেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মৃত আছমত আলীর ছেলে আজিমউদ্দিন তার টিনের দোচালা ঘরে কৌশলে প্রবেশ করে তার সঙ্গে অকারণে বিভিন্ন কথা বার্তা বলতে শুরু করে। একপর্যায়ে আজিম উদ্দিন তাকে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তিনি দৌড়ে পালিয়ে যান।

পরবর্তীতে বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার আশ্বাস দেন ও টালবাহানা শুরু করেন।

সোনারগাঁ থানা বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা বলেন, অভিযুক্ত আজিমউদ্দিন তার দলের কর্মী। আমাদের এলাকার লোক। আমার সঙ্গে সে পূর্বে থেকে চলা ফেরা করে। তবে তার বিষয়টি ধাপা চাপা দেওয়ার কিছু নাই। পুলিশ এসেছিল। ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে পুলিশ বিভিন্ন এলাকায় চেষ্টা চালাচ্ছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email