শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মাসেতু নির্মাণ নিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করায় খবির খান নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) গভীর রাতে জাজিরা উপজেলার মনাই ছৈয়াল কান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি জাজিরা উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক ও স্থানীয় মাছ ব্যাসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিরহাট এলাকার স্থানীয় ছাত্রলীগ নেতা বাধন মাদবর ‘শেখ হাসিনাতেই আস্থা’ ক্যাম্পেইনের পোস্টার সাঁটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে খবির খানকে বলতে শোনা যায়, “শেখ হাসিনা আমাদের জন্য পদ্মাসেতু করে দিয়েছে; তার কৃতজ্ঞতা প্রকাশ না করলে তা বেইমানি হইবো। এদিকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় নানা আলোচনা তৈরি হয়। ঘটনার পরপরই রবিবার গভীর রাতে তাকে জাজিরা থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার খবির খানের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে অযাচিত ধরা বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাইনুল ইসলাম বার্তা বাজারকে বলেন, খবির খান নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার দোকানে শেখ হাসিনার পোষ্টার পাওয়া গিয়েছে তাই, তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
