নওগাঁয় আ. লীগ নেতার ইটভাটা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নওগাঁর পত্নীতলায় রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে এক ব্যবসায়ীর ইটভাটা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলামের অভিযোগ, গত ৫ই আগস্টের পর আমাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোরপূর্বক তার ইটভাটাটি দখল করে নেন এবং ভাটায় থাকা সব ইট বিক্রি করে দেন। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

জানা যায়, ২০১৭ সালে শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও ইয়াসিন আলী যৌথভাবে ভাটাটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে ২০১৮ ও ২০২২ সালে রফিকুল ও ইয়াসিন তাদের অংশ শহিদুলের কাছে বিক্রি করে দিলে তিনি একক মালিক হন।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সুযোগে রফিকুল ইসলাম পুনরায় ভাটাটির নিয়ন্ত্রণ নেন। তবে বিএনপি নেতা রফিকুল ইসলামের পাল্টা দাবি, দুই বছর আগে শহিদুল ইসলামই প্রভাব খাটিয়ে তার কাছ থেকে ভাটাটি কেড়ে নিয়েছিলেন।

ইটভাটা মালিক সমিতির নেতারা অবশ্য শহিদুল ইসলামকেই বৈধ মালিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী ও সভাপতি হারুন অর রশিদ চৌধুরী জানান, কাগজপত্র অনুযায়ী শহিদুল ইসলামই মালিক। দখলমুক্ত করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী ব্যবসায়ী, এবং এ নিয়ে মানববন্ধন ও অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email