সম্প্রতি, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা গনহত্যা চালিয়েছিলো সহযোগী ছিলো আল বদর: সাদিক কায়েম।’ শিরোনামে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ -এর একটি নিউজ ফটোকার্ড প্রচারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পোস্টকারী ক্যাপশনে লিখেছেন, “হায় হায় নিজের পায়ে কামর দিলো।”

দেখুন এখানে https://www.facebook.com/share/p/17akma34FN/
আর্কাইভ https://archive.today/4009V

যাচাইয়ে দেখা যায়, ‘১৯৭১ সালে পাকিস্তানিরা গনহত্যা চালিয়েছিল সহযোগী ছিল আল বদর: সাদিক কায়েম’ এমন শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম আমার দেশেের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ০১ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

আমার দেশ এর প্রচলিত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডের ডিজাইনের কোন মিল নেই।

এছাড়া সাদিক কায়েমের ভেরিফাইড ফেসবুক পেজে খুঁজেও তার এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। মূলধারার গণমাধ্যমগুলোতেও উক্ত দাবি সমর্থন করে এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সাদিক কায়েমকে নিয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email