কুয়েট শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিবিরকে জড়িয়ে অপপ্রচার

বিএনপিপন্থী প্রোপাগান্ডা পেজ Roumari- রৌমারি সম্প্রতি একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করছে, “কুয়েটের হলে ছাত্রশিবিরের হাতে একজন জখম আহত শিক্ষার্থীকে এন্টিকাটার দিয়ে আঘাত করা হয়”
দেখুন এখানে https://www.facebook.com/share/p/1Gg7GNbBYS/
আর্কাইভ https://archive.ph/eUrzR
যাচাইয়ে দেখা যায় ওই শিক্ষার্থীর সাথে ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতা নেই।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক চলনবিল প্রবাহে “কুয়েটে স্টল নির্ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১ঃ সাময়িক বহিষ্কার এক শিক্ষার্থী” শিরনামে একটি প্রতিবেদন( https://shorturl.at/YQWXl )পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, “বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে কুয়েটের মেইনগেট সংলগ্ন এলাকায় ভর্তি পরীক্ষার স্ট্রিট পেইন্টিং ও স্টলের জায়গা নির্বাচনকে কেন্দ্র করে ২৪তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ এবং একই ব্যাচের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সাদিক হাতে থাকা এন্টিকাটার দিয়ে জহিরুল ইসলামের বাম পেটের পাশে আঘাত করেন।”
প্রতিবেদনের কোথাও উল্লেখ নেই যে কাজী সাদিক মাহমুদ ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত।
কাজী সাদিক মাহমুদ রাজনীতির সাথে যুক্ত কিনা জানতে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, “কাজী সাদিক মাহমুদ ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত নয়। সে এর আগেও কয়েকবার ক্যাম্পাসে ঝামেলা করেছে।”
এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়াররিং ডিপার্ট্মেন্টের শিক্ষার্থী জিহাদুল হক তালুকদার জানান, “অনলাইনে কাজী সাদিক মাহমুদ কে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তার সাথে শিবিরের কোন যোগসূত্র নেই। সে একজন সাধারণ শিক্ষার্থী”

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email