সম্প্রতি বিএনপিপন্থী পেজ Political Information Hub থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে নিয়ে একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। যেখানে শাহজাহান চৌধুরীকে উদ্ধৃতি করে লেখা হয়েছে, “ধর্ষন থেকে পরকীয়া অধিক উত্তম, কারন এতে গুনাহ কম হয় ঝামেলাও থাকেনা।”
দেখুন এখানে https://www.facebook.com/share/p/16FKLt7AQC/
আর্কাইভ https://archive.ph/cqIu1
যাচাইয়ে দেখা যায়, জামায়াত মনোনীত এমপি প্রার্থী শাহজাহান চৌধুরী এমন কোন মন্তব্য করেননি।
তাছাড়া গণমাধ্যমেও শাহজাহান চৌধুরীর এমন কোন বক্তব্য প্রকাশিত হয়নি।
পুর্বেও Political Information Hub( https://www.facebook.com/profile.php?id=61570308884175 ) শাহজাহান চৌধুরীকে নিয়ে ভুয়া ও বানোয়াট বক্তব্য প্রচার করেছে।
