ভুয়া পেজ থেকে রাজনৈতিক নেতাদের নামে ভুয়া ও বানোয়াট বক্তব্য প্রচার

সম্প্রতি DU Insiders( https://www.facebook.com/profile.php?

id=100089045988026 ) নামক একটি পেজ থেকে প্রতিনিয়ত রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া ও বানোয়াট বক্তব্যের ফটোকার্ড প্রচার করা হচ্ছে। জামায়াত, শিবির, এনসিপি, এবি পার্টি ও ইনকিলাব মঞ্চের নেতা কর্মীদের নামে বিভিন্ন ভুয়া বক্তব্যের ফটোকার্ড প্রচার করছে তারা।

কিছু পোস্ট দেখুন এখানে https://www.facebook.com/share/p/1FbPeRbUjp/
এখানে https://www.facebook.com/share/p/182BPR7jqa/
এখানে https://www.facebook.com/share/p/1AVegR4Nhx/

যাচাইয়ে দেখা যায় পেজটি ৪ জানুয়ারি ২০২৩ এ ক্রিয়েট করা পূর্ণতা নামে। পেজটির পেজ ট্রান্সপারেন্সি চেক করলে দেখা যায় এই পর্যন্ত ৫ বার নাম পরিবর্তন করেছে পেজটি।
পেজটি ক্রিয়েট করার সময় নাম ছিলো পূর্ণতা তারপর এক বছর পর ২৩ জানুয়ারী ২০২৪ এ নাম পরিবর্তন করে রাখা হয় 𝐇𝐞𝐫’𝐂𝐡𝐨𝐢𝐜𝐞. এরপরে নাম রাখা হয় Zia Political Information Hub. তখন থেকে বিএনপির পক্ষে প্রচার প্রচারনার কাজ করে পেজটি।

পরবর্তীতে ২ বার নাম পরিবর্তন করে রাখে Exposed Voice এবং সর্বশেষ নাম রাখে DU Insiders
পেজটি জামায়াত শিবিরের বিভিন্ন নেতা কর্মীর বক্তব্য বিকৃত সহ ভুয়া ও বানোয়াট বক্তব্য প্রচার করছে।

Facebook
X
LinkedIn
Telegram
WhatsApp
Email